Lok Sabha Elections Results 2024: কিশোরীলালের কাছে ১ লক্ষ ভোটে পিছিয়ে স্মৃতি, গান্ধী গড় আমেঠিতে ফের কংগ্রেসের রাজ

দুপুর ৩টে অবধি স্মৃতি পেয়েছেন আড়াই লক্ষ ভোট। কিশোরীলালের থেকে ১ লক্ষ ভোটে পিছিয়ে তিনি। আমেঠি 'স্মৃতি'হারা হচ্ছে বলেই ধরে নিয়েছে হাত শিবির।

Lok Sabha Elections Results 2024: কিশোরীলালের কাছে ১ লক্ষ ভোটে পিছিয়ে স্মৃতি, গান্ধী গড় আমেঠিতে ফের কংগ্রেসের রাজ
Smriti Irani, Kishori Lal Sharma (Photo Credits: X)

ভোটের ব্যবধান টোপকে গেল ১ লক্ষ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গান্ধী গড় আমেঠি (Amethi) লোকসভা আসন আরও একবার 'হাত' শিবিরে ফিরতে চলেছে। গতবারের সাংসদ স্মৃতি ইরানিকেই ওই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছিল বিজেপি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছিল গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে (Kishori Lal Sharma)। ২০১৯ সালে আমেঠি থেকে স্মৃতির কাছে হেরে যাওয়ায় চব্বিশের লোকসভায় রাহুল গান্ধী আর ওই কেন্দ্র থেকে দাঁড়াননি। স্মৃতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল মার্জিনে এগিয়ে রয়েছেন কিশোরী। তাঁর ঝুলিতে রয়েছে ৩ লক্ষ ৬৪ হাজার ৭৮০টি ভোট। অন্যদিকে দুপুর ৩টে অবধি স্মৃতি পেয়েছেন আড়াই লক্ষ ভোট। কিশোরীলালের থেকে ১ লক্ষ ভোটে পিছিয়ে তিনি। আমেঠি 'স্মৃতি'হারা হচ্ছে বলেই ধরে নিয়েছে হাত শিবির।

আরও পড়ুনঃ ‘স্মৃতি’হারা হতে চলেছে আমেঠি, কিশোরীলালের ‘হাত’ ধরে গান্ধী গড় ফেরার ইঙ্গিত

দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement