Lok Sabha Elections 2024: ভোটকেন্দ্রে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু এক ভোটার এবং ভোটকর্মীর
সোমবার দেশজুড়ে ৯৬টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তেলঙ্গানার অশ্বরাওপেটার বেদান্তপুরমে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি।
ভোটকেন্দ্রে ভোট দিতে এসে হৃদরোগ (Heart Attack) প্রাণ কাড়ল দুই ব্যক্তির। একজন ভোটার এবং অন্যজন ভোটকর্মী। সোমবার দেশজুড়ে ৯৬টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তেলঙ্গানার (Telangana) অশ্বরাওপেটার বেদান্তপুরমে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। তাঁকে হাসপাতাল নিয়ে গেলেও লাভ হয়নি। মৃত ব্যক্তির নাম কাশী ভেঙ্কটেশ্বর রাও (৫৪)। এদিন অশ্বরাওপেটের পেরাই গুদেমে নির্বাচনের দায়িত্বে থাকা এক ভোটকর্মীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ভোটকর্মীর নাম শ্রীকৃষ্ণ (৪২)।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ঢিল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা, ধুন্ধুমার কাণ্ড মন্তেশ্বরে
হৃদরোগে মৃত্যু...