Kerala: ভারতীয় সেনা জওয়ানের উপর নিষিদ্ধ ইসলামিক সংগঠনের হামলার অভিযোগ, জামা ছিঁড়ে লেখা হল PFI

পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে জানান, তাঁকে মারধর করে জামা ছিঁড়ে পিঠে রঙ দিয়ে ইংরাজি হরফে PFI লেখা হয়েছে।

Indian Army Jawan Allegedly Abducted by PFI (Photo Credits: X)

ভারতীয় সেনা শিবিরের এক জওয়ানের উপর হামলা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front of India) বিরুদ্ধে। রবিবার রাতে কেরলের (Kerala) কোল্লাম জেলার কাদাক্কামে বাড়ির কাছ ৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আচমকাই হামলা করে সেনা কর্মী শাইন কুমারের উপর। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে জানান, তাঁকে মারধর করে জামা ছিঁড়ে পিঠে রঙ দিয়ে ইংরাজি হরফে PFI লেখা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে ডেঙ্গু যেন মহামারি, মৃত্যু সংখ্যা ছাড়াল ৯০০