India Weather Update: গাঙ্গেয় বঙ্গ সহ পূর্ব ভারতে আরও বাড়বে গরম, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস জানুন
গরমের দাবদাহ থেকে পূর্ব ভারতে কবে স্বস্তি মিলবে সেই উত্তর এখনও অজানা আবহাওয়াবিদের।
সত্যিই বৈচিত্র্যের অভাব নেই ভারতবর্ষে। দেশজুড়ে আবহাওয়ার এমন বিরল বৈচিত্র্য বোধহয় অন্য কোথাও দেখা মিলবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডজুড়ে আরও বাড়বে গরমের দাপট। শনিবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ গ্রাস করবে ওই তিন রাজ্যবাসীকে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাষ জারি করা হয়েছে। এছাড়া উত্তরপূর্ব ভারতে আগামী কয়েক দিন তুষারপাত এবং হালকা থেকে মাঝাতি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে গরমের দাবদাহ থেকে পূর্ব ভারতে কবে স্বস্তি মিলবে সেই উত্তর এখনও অজানা আবহাওয়াবিদের।
আবহাওয়ার বৈচিত্র্য...