Muzaffarpur: মেয়েকে খুন করল মা! স্যুটকেস বন্দি তিন বছরের শিশুর মৃতদেহ উদ্ধার
স্যুটকেসে বন্দি তিন বছরের শিশুর মৃত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নয়াদিল্লি: মুজাফফরপুরে (Muzaffarpur) স্যুটকেসে বন্দি তিন বছরের মেয়ের মৃত উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে গত ২৪ অগাস্ট। একটি বড় স্যুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু লোক সেটি খুলতেই হতবাক হয়ে পড়েন। স্যুটকেসে ভরা ছিল ছোট্ট শিশুর মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনা প্রকাশ্যে আসতেই মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন নিহতের বাবা মনোজ কুমার। তাঁর বক্তব্যের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এই নৃশংস ঘটনটি ঘিটিয়েছে শিশুটির মা নিজেই। সূত্রে খবর, মৃতার মা কাজল এক বছর আগে প্রেমিক সঞ্জিত কুমারকে গোপনে বিয়ে করে। সঞ্জিত কাজলের মেয়েকে সঙ্গে রাখতে চাননি। এর জেরেই কাজল তার মেয়েকে হত্যা করেছে বলে জানা গিয়েছে। কাজলকে গ্রেফতার করেছে পুলিশ।
স্যুটকেস বন্দি করে ফেলা দেওয়া হয়েছে মৃতদেহ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)