Swachhta Abhiyan: মোদীর 'স্বচ্ছ ভারত' অভিযানের ডাক, ঝাড়ু হাতে রাস্তায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা

১ অক্টোবর সারা ভারত জুড়ে 'স্বচ্ছতা অভিযানের' ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে' এই বিশেষ স্বচ্ছতা অভিযানে দেশবাসীকে অংশ নিতে অনুরোধ করেছেন মোদী।

BJP National President JP Nadda Participate in Swachhta Abhiyan (Credits: ANI)

১ অক্টোবর সারা ভারত জুড়ে 'স্বচ্ছতা অভিযানের' (Swachhta Abhiyan) ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 'এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে' এই বিশেষ স্বচ্ছতা অভিযানে দেশবাসীকে অংশ নিতে অনুরোধ করেছেন মোদী। এদিন সকাল থেকেই বিজেপির নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থকদের ঝাড়ু হাতে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা গিয়েছে। বাদ গেলেন না বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। ঝাড়ু হাতে নিয়ে, গ্লাবস পরে রাস্তা পরিষ্কার করতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ উটি ভ্রমণ সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে খাদে পড়ে মৃত্যু ৯ যাত্রীর

দেখুন আপনিও...