Bharat Ratna: আডবাণীর পর নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং, এম স্বামীনাথনকে ভারতরত্ন সম্মান মোদীর

দিন কয়েক আগেই দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্নে' সম্মানিত করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। এবার আরও তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারতরত্নে ভূষিত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi and Dr MS Swaminathan (Photo Credits: ANI)

লোকসভার আগে মোদীর বড় চাল। দিন কয়েক আগেই দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্নে' (Bharat Ratna) সম্মানিত করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। এবার আরও তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারতরত্নে ভূষিত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শুক্রবার তিনি জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, ভারতের সবুজ বিপ্লবের অন্যতম নেতৃত্ব প্রদানকারী এম স্বামীনাথন এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ঘোষণা বেশ তাৎপর্য বলে মনে করছে সামগ্রিক রাজনৈতিক মহল।

এম স্বামীনাথনকে ভারতরত্ন... 

নরসিমহা রাওকে ভারতরত্ন... 

চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন...