Viral Stories Of The Week: ২ বছরের গেরো কাটিয়ে উৎসবে মেতেছে বিশ্ব, দেখুন ভিডিও
আজ সোমবার। দুদিন ছুটির পর আজ আবার নতুন করে কাজ শুরু হয় বলে অনেকেরই এই দিনে একটু আলস্য আসে। এই দিন ভালো কিছু দেখলে মনটা ভালো হয়ে যায়।
আজ সোমবার। দুদিন ছুটির পর আজ আবার নতুন করে কাজ শুরু হয় বলে অনেকেরই এই দিনে একটু আলস্য আসে। এই দিন ভালো কিছু দেখলে মনটা ভালো হয়ে যায়। তবে রোজই এই পৃথিবীতে আশ্চর্য কিছু না কিছু ঘটেই চলেছে। কখনও স্পেনের হিয়াচুয়াতে ২ বছর পর টোম্যাটিনা উৎসব (Spain Celebrating Tomatina) পালিত হচ্ছে আবার জেনিভাতে জোড়া মাথার কচ্ছপ তাদের ২৫ বছরের জন্মদিন পালন করছে। কোথাও সিংহশাবক তার মায়ের সঙ্গে বসে ঘাস খাচ্ছে। এমনই অনেক ঘটনা ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
পড়ুন টুইট-