Aditya L1: আগামীকাল রওনা আদিত্য এল-১ এর, সফল সূর্য অভিযানের লক্ষ্যে তিরুপতির মন্দিরে ইসরো বিজ্ঞানীরা

আগামীকাল, ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বেলা ১১টা ৫০ মিনিটে সূর্যের দিকে পাড়ি দেবে সৌরযান Aditya-L1।

Aditya L1 Launch, ISRO Scientists Offer Prayers at Tirumala Temple (Photo Credits: X)

চাঁদের দক্ষিণমেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতারণের পর বিশ্ববাসীর নজর এখন আদিত্য এল ওয়ান-এর (Aditya L1) উপর। চাঁদের পর এবার সূর্য ছোঁয়ার পরিকল্পনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation)। শনিবার ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরোর (ISRO) সূর্যযান আদিত্য এল রওনা দেবে। সূর্য অভিযানের সফলতা কামনায় আজ শুক্রবার সকাল সকাল ইসরো-র বিজ্ঞানীরা পৌঁছে গিয়েছিলেন তিরুমালা তিরুপতির মন্দিরে। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা।

উল্লেখ্য, আগামীকাল, ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বেলা ১১টা ৫০ মিনিটে সূর্যের দিকে পাড়ি দেবে সৌরযান Aditya-L1।