Baby Girl Born On Board: জয়পুরগামী বিমানে মাঝ আকাশে জন্ম শিশুকন্যার

বেঙ্গালুরু থেকে জয়পুর যাওয়ার পথে মাঝ আকাশেই জন্ম হল এক কন্যাসন্তানে (Baby Girl)। জানা গিয়েছে, বিমান তখন বেঙ্গালুরুর রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিয়েছে। এমন সময় বিমানের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় এক যাত্রীর। মহিলার পরিবারের সদস্যরা বিমানের কর্মী ও এয়ার হোস্টেসদের জানালে তাঁরাই সহয়োগিতার হাত বাড়িয়ে দেন। যাত্রী তালিকায় ছিলেন একজন চিকিৎসকও। সকলের মিলিত প্রচেষ্টায় বিমানের মধ্যেই পৃথিবীর আলো দেখল সদ্যোজাত।

সদ্যোজাতর প্রতীকী ছবি(Photo Credits; Pixabay

বেঙ্গালুরু থেকে জয়পুর যাওয়ার পথে মাঝ আকাশেই জন্ম হল এক কন্যাসন্তানে (Baby Girl)। জানা গিয়েছে, বিমান তখন বেঙ্গালুরুর রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিয়েছে। এমন সময় বিমানের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় এক যাত্রীর। মহিলার পরিবারের সদস্যরা বিমানের কর্মী ও এয়ার হোস্টেসদের জানালে তাঁরাই সহয়োগিতার হাত বাড়িয়ে দেন। যাত্রী তালিকায় ছিলেন একজন চিকিৎসকও। সকলের মিলিত প্রচেষ্টায় বিমানের মধ্যেই পৃথিবীর আলো দেখল সদ্যোজাত। পাইলট এটিসিকে গোটা বিষয়টি জানাতে অবতরণের আগেই জয়পুর বিমানবন্দরে পৌঁছে গেলেন চিকিৎসক। অ্যাম্বুল্যান্স আনা হল। বিমান অবতরণের পর মা ও সদ্যোজাতর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের অ্যাম্বুল্যান্সে চড়িয়ে পাঠিয়ে দেওয়া হল হাসপাতালে। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল