TMC: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার রুখে নিরপেক্ষ ভোটের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্নায় তৃণমূলের প্রতিনিধি দল

ধর্নায় বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষ সহ ১০ সদস্যের প্রতিনিধি দল।

10 member delegation of TMC sit on a protest outside EC office in Delhi (Photo Credits: ANI)

দীর্ঘদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরের মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে আসছে বিরোধী দলগুলো। লোকসভা ভোটের মুখে যেন আরও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থাগুলো। নির্বাচনের আগে এবার এজেন্সির অপব্যবহার রুখতে নির্বাচন কমিশনের (Election Commission) দারস্ত হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার, ৮ মার্চ ১০ সদস্যের তৃণমূলের ওই প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের বাইরে ধর্নায় বসেছেন। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার রুখে সুষ্ঠু  এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার দাবি জানিয়ে কমিশনেরর অফিসের সামনে ধর্নায় বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষ সহ ১০ সদস্যের  প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে মমতার প্রচার, বাঁকুড়ার সভামঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে বাজল ধামসা, যোগ আদিবাসী নৃত্যে

দেখুন...