Methamphetamine: বড় সাফল্য নৌসেনা ও NCB-র, ভারতীয় জলসীমা দিয়ে পাচারের সময় বাজেয়াপ্ত ১২ হাজার কোটি টাকার মাদক; ভিডিয়ো
ভারতীয় জলসীমা দিয়ে পাচার করার সময় মাদক হিসেবে ব্যবহৃত ভালো মানের প্রায় ২৫০০ কেজি মেথামফেটানিন বাজেয়াপ্ত করল ভারতীয় নৌসেনা ও এনসিবি।
ভারতীয় জলসীমা (Indian waters) দিয়ে পাচার করার সময় মাদক হিসেবে ব্যবহৃত ভালো মানের প্রায় ২৫০০ কেজি মেথামফেটানিন (high purity methamphetamine) বাজেয়াপ্ত (seizes) করল ভারতীয় নৌসেনা (Indian Navy) ও এনসিবি (NCB)। ঘটনাটি কেরলের (Kerala) কোচির (Kochi)।
যার বর্তমান বাজারমূল্য ১২ হাজার কোটি টাকা (Rs 12,000 crores)। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলেও জানানো হয়েছে এনসিবি-র তরফে।
দেখুন ভিডিয়ো: