Naxals killed BJP Leader: ছত্তিশগড়ে বিজেপির মণ্ডল সভাপতিকে কুপিয়ে খুন করল নকশালরা

ছত্তিশগড়ে বিজেপির এক মণ্ডল সভাপতিকে খুন করেছেন নকশালরা। রবিবার সন্ধ্যায় একথাই জানানো হল পুলিশের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

ছত্তিশগড়: ছত্তিশগড়ে (Chhattisgarh) বিজেপির (BJP) এক মণ্ডল সভাপতিকে (mandal president) খুন করেছেন নকশালরা (Naxals)। রবিবার সন্ধ্যায় একথাই জানানো হল পুলিশের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলায় (Bijapur district)।

এপ্রসঙ্গে বিজাপুরের এসপি জানান, রবিবার বিজাপুর জেলার ওয়াপল্লী (Awapalli) থানার অন্তর্গত বিজাপুরে ইউসুর এলাকার (Usur) বিজেপির মণ্ডল সভাপতি (BJP's mandal president) নীলকান্ত কাকেকামকে (Neelkanth Kakekam) খুন করেছে (killed) নকশালরা। বাড়ির বাইরে তাঁকে কুপিয়ে (stabbed) খুন করে নকশালরা।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now