National Investigation Agency: তামিলনাড়ুর চারটি জেলায় চলছে এনআইএর তল্লাশি অভিযান, পাজানি থেকে গ্রেফতার পিএফআই এর আঞ্চলিক সভাপতি

গত সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক হেভি ওয়েট নেতাদের মারার ছক কষছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সেইসঙ্গে যুবকদের আইএসআইএস, লস্কর-ই-তৈবা, আল কায়েদার মত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে বলা হত বলেও জানা গিয়েছে।

আজ সকালে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার পাজানি থেকে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মাদুরাই-য়ের আঞ্চলিক সভাপতি মহম্মদ কায়সারকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।পুলিশ সূত্রে জানা গেছে  আজ সকাল থেকেই  তামিলনাড়ুর মাদুরাই, চেন্নাই, ডিন্ডিগুল এবং থেনি জেলার ছয়টি জায়গায় তল্লাশি চালাচ্ছিল এন আই এ।  রাজ্যে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের ভিত্তিতে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি অভিযোগ নথিভুক্ত হয় তার ভিত্তিতেই এই  অভিযান বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক হেভি ওয়েট নেতাদের মারার ছক কষছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সেইসঙ্গে যুবকদের আইএসআইএস, লস্কর-ই-তৈবা, আল কায়েদার মত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে বলা হত বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, দেশে বসেই সন্ত্রাসের ছক কষত পিএফআই বলে জানিয়েছে এনআইএ।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now