উরির পাকিস্তান সীমান্ত থেকে বাজেয়াপ্ত ৭ কোটি টাকার মাদক

জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ওজনের নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করলেন নিরাপত্তা সংস্থার কর্মীরা। যার বর্তমান বাজারমূল্য ৭ কোটি টাকা।

Photo Credits: ANI

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পাকিস্তান সীমান্ত (Pakistan border) সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ওজনের নিষিদ্ধ মাদক (narcotics) বাজেয়াপ্ত করলেন নিরাপত্তা সংস্থার কর্মীরা। যার বর্তমান বাজারমূল্য ৭ কোটি টাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার নজরদারি চালানোর সময় (domination patrol) উরি সেক্টরে (Uri Sector) থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (Line of Control) কাছে সন্দেহজনক একটি প্যাকেট (suspicious package) পড়ে থাকতে দেখেন ডাগ্গের ডিভিশনের (Dagger Division) জওয়ানরা। এরপর যৌথ অভিযান চালিয়ে চুরুন্দার (Churunda) জনবসতি এলাকা থেকে ১ কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়। এর বর্তমান বাজারমূল্য সাত কোটি টাকা। এই বিষয়ে উরি পুলিশ স্টেশনে (Uri PS) একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। আরও পড়ুন: Rajasthan Shocker: ভাড়াটে ক্লাস টেনের পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ দেখে হার্ট অ্যাটাকে মৃত বাড়ির মালিক