Murder: বচসার জেরে প্রেমিকাকে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
অভিযুক্তর নাম সুমিত তান্দেল। প্রেমিকাকে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে বইসার থানার পুলিশ। অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত। তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিঃ মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! প্রেমই শেষমেশ সব কাড়ল। অনেক বছর ধরেই সম্পর্কে (Relationship) ছিলেন তাঁরা। স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে সংসার পাতার, তবে তা আর হল না। পালঘরে প্রেমিকের (Boyfriend) হাতে খুন হতে হল এক ২১ বছরের যুবতীকে। জানা গিয়েছে, বেশকিছু বছর ধরে সম্পর্কে ছিলেন এই যুগল। একই কারখানায় কাজও করতেন তাঁরা। হঠাৎ দু'জনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। আর সেই সময় ভারী পাথর দিয়ে প্রেমিকাকে আঘাত করেন অভিযুক্ত। মৃত্যু হয় ২১ বছরের যুবতীর। অভিযুক্তর নাম সুমিত তান্দেল। প্রেমিকাকে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে বইসার থানার পুলিশ। অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত। তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)