Mumbai-Delhi Air India Flight Diverted To Jaipur Due To Low Fuel: জ্বালানির অভাবে বিমানের গতিপথে বদল, দিল্লিগামী বিমান জয়পুরে অবতারণ করতেই চটলেন যাত্রীরা

দেরি করে রওনা দেওয়ায় একেই চোটে ছিলেন যাত্রীরা। তার উপর মাঝ আকাশে চালক লক্ষ্য করেন বিমানে পর্যাপ্ত জ্বালানি নেই। এরপরেই তিনি বিমানের গন্তব্য বদলান।

Mumbai-Delhi Air India Flight Diverted To Jaipur Due To Low Fuel (Photo Credits: X)

মুম্বই (Mumbai) থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। গন্তব্য ছিল দিল্লি (Delhi)। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই গতিপথ ঘুরিয়ে জয়পুরে (Jaipur) অবতারণ করে বিমানটি। সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু উড়ানের সময়ে কিছুটা পিছিয়ে ৯টা ৫৭ মিনিটে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। দেরি করে রওনা দেওয়ায় একেই চোটে ছিলেন যাত্রীরা। তার উপর মাঝ আকাশে চালক লক্ষ্য করেন বিমানে পর্যাপ্ত জ্বালানি নেই। এরপরেই তিনি বিমানের গন্তব্য বদলান। দিল্লির বদলে বেলা ১১টা ৫০ নাগাদ জয়পুর বিমানবন্দরে অবতারণ করে যাত্রীবোঝাই বিমান। তাতে আরও ক্ষেপে যান যাত্রীরা। উড়ানের আগে কেন যাচাই করে দেখা হল না বিমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে কিনা! সেই ক্ষোভ উগরাতে শুরু করেন বিমানকর্মীদের উপর।

জ্বালানির অভাবে বিমানের গতিপথে বদলঃ

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now