Mahakumbh Mela 2025: পরিবারের ১১ জনকে নিয়ে মহাকুম্ভে ডুব মুকেশ আম্বানির, জানুন ধনকুবের সঙ্গে কারা পবিত্র স্নান করলেন

প্রয়াগরাজে মহাকুম্ভ সামিল হলেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। এদিন, আম্বানি পরিবারের মোট দশজন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন।

(Photo CredIts:X)

Mahakumbh Mela 2025: প্রয়াগরাজে মহাকুম্ভ সামিল হলেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এদিন, আম্বানি পরিবারের মোট দশজন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন। মহাকুম্ভে মুকেশ আম্বানির সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন তাঁর মা কোকিলাবেন, ছেলে আকাশ ও অনন্ত, পুত্রবধু শ্লোকা ও রাধিকা, নাতি পৃথ্বী এবং ভেদা, বোন দীপ্তি সালগাওকর ও নীনা কোঠারি। মুকেশ আম্বানির শাশুড়ি পোনামবেন দালাল ও বোনের শাশুড়ি মমতাবেন দালাও মহাকুম্ভে স্নান সারলেন।

আম্বানিদের স্নানকে ঘিরে যোগী আদিত্যনাথের প্রশাসনের ততপরতা ছিল চোখে পড়ার মত। আম্বানিরে বিশেষ কপ্টার প্রয়াগরাজে অবতরণ করতেই তাঁদের ত্রিবেণী সঙ্গমে নির্বিঘ্নে নিয়ে যেতে বিশেষ নিরাপত্তা দেখা গেল। দেশ-বিদেশের ৪০ কোটি মানুষের সঙ্গে মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের বহু সেলেব্রিটিও।

দেখুন মহাকুম্ভে স্নান করলেন আম্বানিরা

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now