NEET Exam Controversy: কারছুপি ঘটার পরেও নিটের কাউন্সিলিংয়ের নির্দেশ দিল আদালত! সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজের

চলতি বছরের নিট পরীক্ষার (NEET Exam) ফলাফল নিয়ে গোটা দেশে আন্দোলন চলছে। প্রবেশিকা পরীক্ষায় এই বেনিয়মের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাগুলির পরবর্তী শুনানির দিন ৮ জুলাই ধার্য করা হয়েছে। পাশাপাশি এই নিটের কাউন্সিলিং জারি রাখারও নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে পাল্টা মন্তব্য করেছেন আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। তিনি বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে অনেকেই অখুশী হয়েছেন। এতবড় পরীক্ষায় যদি কোনও কারছুপি ঘটে থাকে তাহলে অবশ্যই এরমধ্যে বড়সড় দুর্নীতি রয়েছে। এরজন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে কোনও এক স্বাধীন এজেন্সির মাধ্যমে তদন্ত করানো উচিত। আমার মনে হয় এতবড় ঘটনা কেন্দ্র সরকার হস্তক্ষেপ ছাড়া হতেই পারে না।