Man-Eater Leopard: উত্তরাখণ্ডে খতম 'মানুষখেকো' চিতাবাঘ
গত ২৭ নভেম্বর অর্ণব চাঁদ নামে ১২ বছরের নিজের বাড়ি ফেরার সময় ওই চিতাবাঘটি তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপরই আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।
নিউ তেহরি: উত্তরাখণ্ডের (Uttarakhand) মাইকোট (Maikot) গ্রামের জঙ্গলে একটি মানুষখেকো চিতাবাঘকে (Man-Eater Leopard) খতম করলেন বন দপ্তরের (Forest Department) দুই শিকারি (hunters)। তাঁদের নাম জয় হুকিল ও গম্ভীর সিং ভান্ডারি।
উত্তরাখণ্ড বন দপ্তরের স্থানীয় ডিএফও (DFO) ভি কে সিং (VK Singh) জানান, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ মাইকোট গ্রামের জঙ্গলে ওই মানুষখেকো চিতাবাঘটিকে গুলি করে খতম করেন বন দপ্তরের দুই শিকারি জয় হুকিল ও গম্ভীর সিং ভান্ডারি।
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর অর্ণব চাঁদ নামে ১২ বছরের নিজের বাড়ি ফেরার সময় ওই চিতাবাঘটি তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপরই আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। বিষয়টি জানার পর বন দপ্তরের পক্ষ থেকে চিতাবাঘটিকে মানুষখেকো বলে ঘোষণা করা হয়।