Man-Eater Leopard: উত্তরাখণ্ডে খতম 'মানুষখেকো' চিতাবাঘ

গত ২৭ নভেম্বর অর্ণব চাঁদ নামে ১২ বছরের নিজের বাড়ি ফেরার সময় ওই চিতাবাঘটি তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপরই আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।

চিতাবাঘ (Photo Credits: Pixabay)

নিউ তেহরি: উত্তরাখণ্ডের (Uttarakhand) মাইকোট (Maikot) গ্রামের জঙ্গলে একটি মানুষখেকো চিতাবাঘকে (Man-Eater Leopard) খতম করলেন বন দপ্তরের (Forest Department) দুই শিকারি (hunters)। তাঁদের নাম জয় হুকিল ও গম্ভীর সিং ভান্ডারি।

উত্তরাখণ্ড বন দপ্তরের স্থানীয় ডিএফও (DFO) ভি কে সিং (VK Singh) জানান, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ মাইকোট গ্রামের জঙ্গলে ওই মানুষখেকো চিতাবাঘটিকে গুলি করে খতম করেন বন দপ্তরের দুই শিকারি জয় হুকিল ও গম্ভীর সিং ভান্ডারি।

তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর অর্ণব চাঁদ নামে ১২ বছরের নিজের বাড়ি ফেরার সময় ওই চিতাবাঘটি তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপরই আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। বিষয়টি জানার পর বন দপ্তরের পক্ষ থেকে চিতাবাঘটিকে মানুষখেকো বলে ঘোষণা করা হয়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now