Maharashtra: নাগাড়ে বৃষ্টির জের, মুম্বইতে ভেঙে পড়ল সেতু, ব্যাহত যান চলাচল

আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও জানানো হয়েছে। প্রাক বর্ষাতেই এই অবস্থা হলে এরপর কী হবে তা নিয়ে চিন্তায় মুম্বইবাসী।

মুম্বইতে ভেঙে পড়ল সেতু (ছবি:X)

মহারাষ্ট্র: লাতুর জেলার শিরুর-অনন্তপালের কাছে ঘরনি নদীর উপর ভেঙে পড়ল সেতু (Bridge)। যার কারণে শিরুর-অনন্তপাল-উদগীর রাজ্য সড়ক বন্ধ রয়েছে। রাতভর ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) ফলে ধস নেমেছে বলে খবর। সমতা নগর এবং শিরুর-অনন্তপাল তালুকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বিপর্যস্ত জনজীবন। গত ২-৩ দিন ধরে একটানা বৃষ্টিতে ভিজছে মুম্বই (Mumbai)। রেকর্ড বৃষ্টি পুনেতে (Pune)। মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতে ভেঙেছে ৩৩ বছরের রেকর্ড। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও জানানো হয়েছে। প্রাক বর্ষাতেই এই অবস্থা হলে এরপর কী হবে তা নিয়ে চিন্তায় মুম্বইবাসী।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো