Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে কংগ্রেসের প্রার্থী হতে ২ হাজারের কাছকাছি আবেদন, লোকসভায় দারুণ ফলের পর রাহুলের পালে হাওয়া

বছর তিনেক আগেও মহারাষ্ট্রে কংগ্রেসের অবস্থা খারাপ ছিল। উদ্ধভ ঠাকরের সঙ্গে সেই সময়ে সরকারে থাকলেও নিজেদের ঘর গোছাতে পারছিল না হাত শিবির।

Rahul Gandhi (Photo Credit:X)

বরং কংগ্রেস ছাড়ার প্রবণতাই বেশী ছিল। কিন্তু ক মাস আগে লোকসভা ভোটে দারুণ ফল করে কংগ্রেস। ১৩টি লোকসভা আসন জিতে কংগ্রেসই এখন মহারাষ্ট্রের একক বৃহত্তম দল। আর তাতেই পালে হাওয়া রাহুল গান্ধীর দিকে।

আর ক দিনের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভার ভোটের দিন ঘোষণা হবে। তার আগে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ানোর ব্যাপক উতসাহ দেখা যাচ্ছে। কংগ্রেস প্রার্থী তালিকা তৈরির জন্য প্রস্ততি নিচ্ছে। এরই মধ্যে মহারাষ্ট্রে কংগ্রেস প্রার্থী হওয়ার জন্য ১৯০০ জনের আবেদন পত্র জমা পড়েছে। যেখানে শিবসেনা (উদ্ধভ ঠাকরে) ও এনসিপি (শরদ পাওয়ার)-র সঙ্গে জোট করে ভোটে লড়তে চলা কংগ্রেস ১৫০টির মত আসনে লড়তে পারে। হরিয়ানার প্রতার সেরে রাহুল গান্ধী মুম্বই যাচ্ছেন। মারাঠা মুলুকে বেশ কয়েকটি জনসভা করার পর প্রার্থী তালিকা নিয়ে বসতে পারেন রাহুল।

এবার মহারাষ্ট্রে যাচ্ছেন রাহুল

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)