Diwali Nights View: দিওয়ালির রাতের শহরের স্বর্গীয় সৌন্দর্য দেখলে চমকে যাবেন, দেখুন ভিডিও

আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালিতে রাতের শহর দেখার মজাটাই আলাদা। অনেকেই আছেন, আতসবাজি পোড়ান না, বা ফাটান না। কিন্তু তারা দিওয়ালিটা ভালবাসেন শুধু আতসবাজি, আর এলইডির আলোয় রাতের শহরটা দেখবেন বলে। আসলে দিওয়ালিতে ভারতের বিভিন্ন শহরগুলি এত সুন্দর সেজে ওঠে মনে হয় সেটাই সবচেয়ে সুন্দর দৃশ্য।

Diwali Nights at Nahargarh Fort. (Photo Credits: X)

Diwali Nights at Nahargarh Fort. আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালিতে রাতের শহর দেখার মজাটাই আলাদা। অনেকেই আছেন, আতসবাজি পোড়ান না, বা ফাটান না। কিন্তু তারা দিওয়ালিটা ভালবাসেন শুধু আতসবাজি, আর এলইডির আলোয় রাতের শহরটা দেখবেন বলে (Diwali Nights View)। আসলে দিওয়ালিতে ভারতের বিভিন্ন শহরগুলি এত সুন্দর সেজে ওঠে মনে হয় সেটাই সবচেয়ে সুন্দর দৃশ্য। গোলাপী শহর হিসাবে পরিচিত জয়পুরে পর্যটকদের একটা অংশ দিওয়ালিতে ঘুরতে শুধু একটাই কারণে। দিওয়ালির রাতে গোটা শহরটা দেখবেন বলে। আর সেটা সবচেয়ে ভাল দেখা যায় জয়পুরের বিখ্যাত নাহারগড় দুর্গ থেকে।

১৭৩৪ সালে মহারাজা দ্বিতীয় সওয়াই জয় সিং নাহারগড় দুর্গটি নির্মাণ করেন । মূলত জয়পুরকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ সামরিক দুর্গ হিসেবে 'নাহারগড় ফোর্ট'কাজ করত। সেই দুর্গের একটা পাঁচিলে বসেই দিওয়ালির রাতে জয়পুর শহরটা মায়াবি দেখাল। গোটা শহরে দেওয়া চমকপ্রদ আলো, আর মাঝেমাঝেই আতবাসির আলোয় জয়পুরকে যেন মনে হল স্বর্গীয় সৌন্দর্যের এক টুকরো ক্যানভাস।

দেখুন কেমন দেখাল দিওয়ালির রাতের জয়পুর

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement