Lok Sabha Election Results 2024: হাভেরিতে গেরুয়া ঝড়, জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই
আজ বেলা যত গড়াচ্ছে স্পষ্ট হচ্ছে ছবিটা। কোথাও হাওয়া ঘুরছে, কোথাও আবার মিলে যাচ্ছে এক্সিট পোলের (Exit Poll) আভাস। এ বার কর্ণাটকের (Karnataka) হাভেরি (Haveri) থেকে জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)।
নয়াদিল্লিঃ ৪ ঠা জুনের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ (India)। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল দেশবাসী। আজ বেলা যত গড়াচ্ছে স্পষ্ট হচ্ছে ছবিটা। কোথাও হাওয়া ঘুরছে, কোথাও আবার মিলে যাচ্ছে এক্সিট পোলের (Exit Poll) আভাস। এ বার কর্ণাটকের (Karnataka) হাভেরি (Haveri) থেকে জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। ৪৩৫১৩ ভোটে জিতেছেন তিনি। মোট ভোট পেয়েছেন ৭ লক্ষ ৫ হাজার ৫৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেস প্রার্থী আনন্দস্বামী।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)