Lok Sabha Election 2024: 'ওয়ারিস পাঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংয়ের মনোনয়ন বৈধ জানাল কমিশন, খাদুর সাহেব লোকসভা আসন থেকে করবেন প্রতিদ্বন্দ্বিতা

অমৃতপাল সিং তার নির্বাচনী হলফনামায় বলেছেন যে তার সম্পদ মাত্র ১০০০ টাকা। এ ছাড়া তার কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। এবং সে দশম পাশ এবং তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে।

অমৃতপাল সিং (PTI)

পাঞ্জাবের শ্রী খাদুর সাহিব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন "ওয়ারিস পাঞ্জাব দে" প্রধান অমৃতপাল সিং।পাঞ্জাব সরকারের তরফে মনোনয়ন জমা দেওয়ার জন্য অমৃতপাল কে সব রকম সাহায্য করা হয়। আদালতে জমা দেওয়া পিটিশনে বলা হয় "আবেদনকারী ভারতের একজন নাগরিক এবং খাদুর সাহেব নির্বাচনী এলাকার একজন ভোটার এবং তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য"। নির্বাচনের কমিশনের তরফ থেকে সেই মনোনয়নকে বৈধতা দিয়ে জমা নেওয়া হয়েছে।

অমৃতপাল সিং তার নির্বাচনী হলফনামায় বলেছেন যে তার সম্পদ মাত্র ১০০০ টাকা। এ ছাড়া তার কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। এবং সে দশম পাশ এবং তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলায় তাকে দোষী ঘোষণা করা হয়নি। বর্তমানে, অমৃতপাল সিং জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে আসামের ডিব্রুগড় জেলে বন্দি রয়েছেন। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১লা জুন ওই আসনে ভোট হবে। দেখুন তাঁর মনোনয়ন পত্র-