Uttar Pradesh: লোকালয়ে প্রবেশ করার শাস্তি, কুমিরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রাখল গ্রামবাসী

বন্যার জলে ভেসে লোকালয়ে ঢুকে পড়েছিল কুমিরটি। যার শাস্তিস্বরূপ টানা কয়েক ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে এভাবেই বেঁধে রাখা হয়েছিল ওই কুমিরটিকে।

Crocodile Tied to Pole (Photo Credits: X)

লোকালয়ে প্রবেশ করায় কুমিরকে (Crocodile) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে শাস্তি দিচ্ছে গ্রামবাসীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুমিরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যন্ত্রণায় ছটফট করছে সে। তাকে ঘিরে রয়েছে একদল গ্রামবাসী। কুমিরটির কাতর ছটফটানি উপভোগ করছে সকলে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) পালিয়া এলাকায়। জানা যাচ্ছে, বন্যার জলে ভেসে লোকালয়ে ঢুকে পড়েছিল কুমিরটি। যার শাস্তিস্বরূপ টানা কয়েক ঘণ্টা  বিদ্যুতের খুঁটির সঙ্গে এভাবেই বেঁধে রাখা হয়েছিল ওই কুমিরটিকে। পরে বন দফতর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। কুমিরটিকে উদ্ধার করে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

দেখুন ভাইরাল হওয়া ভিডিয়োটি... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)