Kunal Kamra Song on Eknath Shinde: বাড়ছে কুণাল কামরা ঘটনার বহর, গ্রেফতার শিন্ডে গোষ্ঠীর সেনা নেতা রাহুল কানাল
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) অপমানের অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। কুণাল কামরার বিরুদ্ধে (Kunal Kam ra) পদক্ষেপ করা হোক বলে দাবি উঠতে শুরু করেছে। কুণাল কামরা কৌতুকের ছলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে অপমান করেছেন বলে অভিযোগ। যার জেরে মুম্বইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট কমেডি ক্লাবে চড়াও হয় শিবসেনার কর্মীরা (শিন্ডে গোষ্ঠীর)। ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করা হয় শিবসেনার যুবসেনার (শিন্ডে গোষ্ঠী) নেতা রাহুল কানালের (Rahul Kanal) বিরুদ্ধে। এবার খার থানার পুলিশের তরফে গ্রেফতার করা হল রাহুল কানালকে। রাহুল কানালের বিরুদ্ধে আগেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয় অভিযোগ। এবার গ্রেফতার করা হল রাহুল কানালকে।
কুণাল কামরার ঘটনার গ্রেফতার রাহুল কানাল...
রবিবার রাতে কুণাল কামরার স্টুডিয়োতে ভাঙচুরের পর রাহুল কানাল বলেন, তাঁদের নেতাকে অপমান করলে এমনই করা হবে। নেতা, অভিভাবকের অপমান তাঁরা সহ্য করবেন না বলে জানান রাহুল কানাল। ওই মন্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাহুল কানালকে গ্রেফতার করল খার পুলশ।
শুনুন কী বলেন রাহুল কানাল...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)