First Session Of 18th Lok Sabha: ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন শুরু হবে, জানালেন কিরেন রিজিজু
অধিবেশনের প্রথম দিনে নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন, স্পিকার নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
নয়াদিল্লি: কিরেন রিজিজু (Kiren Rijiju) বুধবার জানালেন, ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন (First Session Of 18th Lok Sabha) ২৪ জুন থেকে শুরু হবে। শেষ হবে ৩ জুলাই। অধিবেশনের প্রথম দিনে নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন, স্পিকার নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Union Minister of Parliamentary Affairs Kiren Rijiju) আরও জানান, রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন ২৭ জুন থেকে শুরু হবে এবং ৩ জুলাই শেষ হবে। আরও পড়ুন: Odisha CM Oath Ceremony: ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ মোহন চরণ মাঝি-র , ভুবনেশ্বরে চলছে শেষ বেলার প্রস্তুতি (দেখুন ভিডিও)
দেখুন