Lesbian Couple: ভালবাসার জয়, লিভ ইন করতে পারবেন সমপ্রেমী আদিলা-নুরা, নির্দেশ আদালতের

Lesbian Couple(Photo Credit: Pixabay)

সমপ্রেমী ( Lesbian) আদিলা নাসরিন এবং ফতিমা নুরা একত্রবাস করতে পারবেন। আদিলা নাসরিন এবং ফতিমা নুরা যাতে লিভ ইন করতে পারেন, সে বিষয়ে এবার সম্মতি জানাল কেরল (Kerala) হাইকোর্ট। প্রসঙ্গত প্রিয় মানুষ ফতিমা নুরার  সঙ্গে একত্রবাসের আবেদন করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন আদিলা নাসরিন। কোজিকোড়ের ওই ২ সমপ্রেমী জুটি দাবি করেন, ভালবাসা কোনও অপরাধ নয়। সেই কারণে ফতিমা নুরার সঙ্গে লিভ ইন করতে চান বলে আদালতের দ্বারস্থ হন আদিলা। এমনকী, ফতিমার সঙ্গ থেকে তাঁকে যাতে পৃথক করা না হয়, তারজন্য পুলিশের দ্বারস্থও হন আদিলা। দুই পরিবারের তরফে তাঁদের ২ জনকে পৃথক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আদিলা। এরপরই আদিলা কেরল হাইকোর্টের দ্বারস্থ হন।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement