Karthigai Deepam Festival: কার্তিক দীপোৎসব এর সপ্তম দিনে শুরু হল পঞ্চ রথম শোভাযাত্রা, দেখুন ভিডিও
ভারতবর্ষের তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কা অঞ্চলের বেশ জনপ্রিয় একটি উৎসব এই কার্তিক দীপোৎসব। আজ এই উৎসবের সপ্তম দিন।
কার্তিক দীপোৎসব বা কার্থিগাই দীপম হল একটি আলোর উৎসব, যা প্রধানত তামিল হিন্দুদের দ্বারা অধিক পালিত হয়। ভারতবর্ষের তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কা অঞ্চলের বেশ জনপ্রিয় একটি উৎসব এই কার্তিক দীপোৎসব। আজ এই উৎসবের সপ্তম দিন। তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের অরুণাচলেশ্বর মন্দিরে পঞ্চ রথম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ভক্তদের ভিড়ে সকাল থেকেই মুখরিত হয়ে আছে মন্দির চত্বর। দেখুন ভিডিও-