Karnataka: কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা, ডেপুটি হিসাবে থাকছেন শিবকুমার

খবর সামনে আসতেই কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারের বাসভবনের সামনেও শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। ব্যানার পোস্টারে ছেয়েছে গোটা এলাকা।

Karnataka CM Decision: DK Shivakumar or Siddaramaiah (Photo Credits: Twitter)

গত বুধবার (১০ মে) কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় শনিবার (১৩ মে)।  ফলাফলে প্রকাশ পেতেই দেখা যায়  কর্ণাটক বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। কিন্তু এই জয়ের পরও স্বস্তিতে ছিলনা কংগ্রেস। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে দফায় দফায় আলোচনায় বসছিলেন তারা। অবশেষে চার দিন পর তারা সিদ্ধান্তে পৌঁছালেন।সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে ডি কে শিবকুমারকে। বৃহস্পতিবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে।আগামী শনিবার (২০ মে) তারা শপথ নেবেন বলে জানা গেছে।

খবর সামনে আসতেই কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারের বাসভবনের সামনেও শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। ব্যানার পোস্টারে ছেয়েছে গোটা এলাকা। দেখুন সেই ছবি-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)