Kargil Vijay Diwas 2023: ১৯৯৯-র কার্গিল যুদ্ধের ২৪ বছর উদযাপন, শহিদ বীর সেনানীদের শ্রদ্ধাজ্ঞাপন দুই কক্ষের সাংসদদের (দেখুন ছবি)

১৯৯৯-র কার্গিল যুদ্ধের ২৪ বছর পার। বুধবার যুদ্ধ জয় উপলক্ষে উৎসব পালন করবে ভারতীয় সেনা। পাশাপাশি ওই যুদ্ধে শহিদ বীর সেনানীদের স্মরণ করবে গোটা দেশ।

MP of Loksabha and Rajyasabha tribute Soldier Photo Credit: Twitter@ANI

১৯৯৯-র কার্গিল যুদ্ধের ২৪ বছর পার। বুধবার যুদ্ধ জয় উপলক্ষে উৎসব পালন করবে ভারতীয় সেনা। পাশাপাশি ওই যুদ্ধে শহিদ বীর সেনানীদের স্মরণ করবে গোটা দেশ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কার্গিল বিজয় দিবসের(Kargil Vijay Diwas 2023) উদযাপন। ১৯৯৯-তে লাদাখের কার্গিল-দ্রাস-বাটালিক সেক্টরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে পাকিস্তানের নর্দান লাইট এনফ্রেন্টি। প্রায় দু'মাস ধরে চলে যুদ্ধ। এর পর পাকিস্তানি সেনার থেকে ওই এলাকা পুরোপুরি দখল মুক্ত করে ভারতীয় সেনা। আজ সেই রক্তক্ষয়ী যুদ্ধে জীবন উৎসর্গকারী সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যসভা ও লোকসভার সাংসদরা।

Members of the Rajya Sabha pay tribute to the soldiers who sacrificed their lives in the 1999 Kargil War, on the occasion of #KargilVijayDiwas2023 pic.twitter.com/Jsy37FocnZ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now