Mizoram Legislative Assembly Election 2023: ২৭ আসন ঝুলিতে পুরে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের, মুখ্যমন্ত্রী হতে পারেন লালদুহোমা (দেখুন টুইট)

ZPM Press ConferencePhoto Credit: Twitter@DDNewsMizoram

২৭ আসনে জিতে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের। আর বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ১০টি আসন। বিজেপি জিতেছে ২টি আসনে। গতবার গেরুয়া শিবির মিজোরামের ১টি আসনে জিতেছিল। আর কংগ্রেস এবারে পেয়েছে মাত্র ১টি আসন। গতবার সেই আসন সংখ্যা ছিল ৫। উল্লেখযোগ্য ভাবে পূর্ব মিজোরামের প্রায় গোটাটাই দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট। এদিকে পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন লালডুহোমা

এক নজরে দেখে নেব কে কোন কেন্দ্রে জিতলেন-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)