Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৩৭%
আজ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। মোট ৩৮টি আসনে আজ নির্বাচন হচ্ছে। প্রথম দফার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত গিয়ে ঝাড়খণ্ডে 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' ইস্যুতে সুর চড়িয়েছেন। বিগত দিনে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তাঁর বদলে দলের এবং সরকারের দায়িত্ব ছিল বর্ষীয়ান নেতা চম্পাই সোরেনের হাতে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই চম্পাইকে মুহুর্তে সরিয়ে দিতে দ্বিধা করেনি হেমন্ত। যার ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন শিবির বদলে পদ্ম প্রতীকে লড়ছেন এবার।
এই আবহে ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৩৭%। অন্যদিকে মহারাষ্ট্রে এখন ২০ শতাংশ টপকায়নি ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত সেখানে ভোটের হার ১৮.১৪ %
Tags
Jharkhand
Jharkhand Assembly Elections
Jharkhand Assembly Elections 2024
Jharkhand Elections
Jharkhand Elections 2024
latest news today
live breaking
news headlines
ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০২৪
ঝাড়খণ্ড নির্বাচন
ঝাড়খণ্ড নির্বাচন ২০২৪
আজকের সর্বশেষ খবর
লাইভ ব্রেকিং
সংবাদ শিরোনাম