Jammu and Kashmir Assembly Election Results 2024: জম্মু ও কাশ্মীরে টানটান উত্তেজনা গণনায়, এখনও অবধি কোন কোন আসনে এগিয়ে বিজেপি? দেখে নেব এক নজরে

এছাড়া রামগড় (SC), মারহ (SC), কিশতওয়ার, রামনগর (SC), বানি, বাসোহলি, কাঠুয়া (SC), হীরানগর, সাম্বা এবং বিষ্ণা (SC) আসনেও এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এই আসনগুলিতে বিজেপির পারফরম্যান্স দলের কর্মীদের মধ্যে ইতিমধ্যেই উদ্দীপনা তৈরি করছে।

জম্মু ও কাশ্মীরের নির্বাচনী গণনায় এখনও অনেকটা পিছিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে ৯০ আসন বিশিষ্ট বিধানসভার বেশ কিছু গুরুত্বপূর্ন আসনেই এগিয়ে রয়েছে তাঁরা। হিন্দুস্তান টাইমসের সর্বশেষ আপডেট অনুসারে রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, বিল্লাওয়ার, বিজয়পুর, সুচেতগড় (এসসি), নাগরোটা, আখনুর (এসসি), জাসরোটা, বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে।এছাড়া রামগড় (SC), মারহ (SC), কিশতওয়ার, রামনগর (SC), বানি, বাসোহলি, কাঠুয়া (SC), হীরানগর, সাম্বা এবং বিষ্ণা (SC) আসনেও এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এই আসনগুলিতে বিজেপির পারফরম্যান্স দলের কর্মীদের মধ্যে ইতিমধ্যেই উদ্দীপনা তৈরি করছে। তবে গণনার এখনও অনেক বাকি। তাই প্রবণতা ও ফলাফলের দিকে সবার চোখ স্থির।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now