Jammu and Kashmir 1st phase Assembly elections: জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর ১টা অবধি ভোট পড়ল ৪১.১৭ শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশনও। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। সেই মতো একাধিক পদক্ষেপও করেছে কমিশন এবং পুলিশ। যেখানে যেখানে ভোট, সেই সব এলাকায় চলছে রুটমার্চও।

আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের ২৪ আসনে।  এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে। ২০১৪ সালে যখন ভোট হয়েছিল তখন উপত্যকা ছিল বিশেষ মর্যাদা সম্পন্ন। এরপর ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। এবারের নির্বাচনে তাই ৩৭০ ধারাই সবথেকে উল্লেখযোগ্য হাতিয়ার সব রাজনৈতিক দলের কাছে। বুধবার সকালে ভোটগ্রহণ পর্বে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তবে ৬ঘণ্টা কেটে গেলেও ভোটগ্রহণের শতাংশে সেরকম প্রভাব দেখা যায়নি।  নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৪১.১৭ শতাংশ ভোট পড়ল জম্মু-কাশ্মীরে।

 

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশনও। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। সেই মতো একাধিক পদক্ষেপও করেছে কমিশন এবং পুলিশ। যেখানে যেখানে ভোট, সেই সব এলাকায় চলছে রুটমার্চও।