Physicist Peter Higgs Passed Away: ঈশ্বরকণার অন্যতম আবিষ্কারক নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস প্রয়াত

রয়্যাল সোসাইটির একজন সম্মানীয় সদস্য হিসাবে হিগস তার পেশাগত জীবনের বেশিরভাগ সময় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছেন। ২০১২ সালে তার সম্মানে বিশ্ববিদ্যালয়ে হিগস সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স স্থাপন করা হয়।

Physicist Peter Higgs Passed Away: ঈশ্বরকণার অন্যতম আবিষ্কারক নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস প্রয়াত
British physicist Peter Higgs Died Photo Credit: Twitter@Rrrrnessa

ঈশ্বরকণার ( হিগস-বোসন) অন্যতম আবিষ্কারক নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস প্রয়াত।তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটেনের এডিনবোরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।উল্লেখ্য, পিটার হিগস ,অধ্যাপক সত্যেন বোসের সঙ্গে যৌথভাবে এই কণার অস্তিত্বের কথা বলেছিলেন। পঞ্চাশ বছর পর লার্জ হেড্রন কোলাইডারের পরীক্ষায় এই কণার অস্তিত্ব প্রমাণিত হয়েছে। ২০০৪ সালে তিনি উলফ পুরস্কারে সম্মানীত হন কিন্তু প্যালেস্তিনীয়দের প্রতি ইজরায়েলের আচরণের বিরুদ্ধে ছিলেন বলে উলফ পুরস্কার গ্রহণ করতে তিনি জেরুজালেম যাননি।

রয়্যাল সোসাইটির একজন সম্মানীয় সদস্য হিসাবে হিগস তার পেশাগত জীবনের বেশিরভাগ সময় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছেন। ২০১২ সালে তার সম্মানে বিশ্ববিদ্যালয়ে হিগস সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স স্থাপন করা হয়। হিগসের মৃত্যুতে শোকের ছায়া।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement