IndiGo Flight Landing: ফের বিমান আতঙ্ক, হুড়মুড় করে যাত্রীদের নামানো হল
এবার ইন্ডিগোর (IndiGo) বিমানে বোমাতঙ্ক। মাসকট-কোচির বিমানে (IndiGo Flight) বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ (Emergency Landing) করে বিমান। দিল্লিতে নেমে যায় ইন্ডিগোর বিমানটি। রিপোর্টে প্রকাশ, বিমানে বোমা রয়েছে, ওই খবর ছড়িয়ে পড়ে আগুনের মত হু হু করে। তারপরই মাসকট-কোচির বিমানটিকে তড়িঘড়ি দিল্লিতে নামানো হয়। সেই সঙ্গে বিমান থেকে সমস্ত যাত্রীদেরও নীচে নামিয়ে আনা হয়। বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামানোর পর সেখানে শুরু হয় তল্লাশি। তবে বিমানের ভিতরে সন্দেহজনক কিছু মেলেনি। ফলে উড়ানে বোমা রয়েছে বলে যে হুমকি দেওয়া হয়, তা ভুয়ো ছাড়া অন্য কিছু নয় বলে জানা যায়। যার জেরে বিমানটিকে নিরাপদে রাখা হয়েছে এবং সেখানকার সমস্ত যাত্রীও সুস্থ রয়েছেন বলে জানা যায়। এমনই জানান ডিসিপি নাগপুর।
দেখুন বিমানে বোমাতঙ্ক ঘিরে হুলুস্থূল পড়ে যায়...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)