Coronavirus Cases In India: ৮৬ হাজার ৪৯৮, ২ মাস পরে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে

২ মাস পরে দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লাখের নিচে৷ ৮৬ হাজার ৪৯৮ জন গতকাল সারাদিনে নতুন করে কোভিডের কবলে পড়েছেন৷ তবে করোনার দৈনিক বলি এখনও ২ হাজারের উপরেই আছে৷ গতকাল সারাদিনে দেশে মোট ২ হাজার ১২৩ জন কোভিড রোগীর প্রাণ গেছে৷

ভারতে করোনা (Photo Credits: PTI)

২ মাস পরে দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লাখের নিচে৷ ৮৬ হাজার ৪৯৮ জন গতকাল সারাদিনে নতুন করে কোভিডের কবলে পড়েছেন৷  তবে করোনার দৈনিক বলি এখনও ২ হাজারের উপরেই আছে৷ গতকাল সারাদিনে দেশে মোট ২ হাজার ১২৩ জন কোভিড রোগীর প্রাণ গেছে৷ সোমবার করোনাকে জয় করে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ২২৮ জন৷   স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩৷   এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন  ২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৪৬২ জন৷ দেশে করোনার মোট মৃত ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৩ লাখ ৩ হাজার ৭০২টি৷   টিকা পেয়েছেন ২৩ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৭২৬ জন৷