India-Pakistan Tension: ভারত নিয়ে মিথ্যে কথা বলছে চিন, কাশ্মীরে যুদ্ধ বিমান ভেঙে পড়ার ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তানের বন্ধু
'জম্মু কাশ্মীরে ভেঙে পড়েছে ভারতের ৩টি যুদ্ধ বিমান'। ভারত-পাকিস্তানের (India-Pakistan Tension) যুদ্ধের আবহে এমনই খবর প্রকাশ করে দাবি করা হয় চায়না ডেইলি নামে চিনের (China) একটি সংবাদমাধ্যমের তরফে। যা নিয়ে হইচই শুরু হলে, প্রকৃত সত্য প্রকাশ করা হয় পিআইবির তরফে। পিআইবি জানায়, চিনের ওই সংবাদপত্রে যে ছবি প্রকাশ করে ভারতের যুদ্ধ বিমান বলে দাবি করা হয়েছে, সেটি পুরোপুরি ভুয়ো। জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) বায়ু সেনার কোনও বিমান ভেঙে পড়েনি। বুধবার ভারতের ৩টি বিমান ভেঙে পড়েছে বলে খবর প্রকাশ করে চিন 'ফেক প্রোপাগন্ডা' ছড়াতে চাইছে। স্পষ্ট জানায় পিআইবি। পাশাপাশি যে ছবিটি চিনের ওই সংবাদমাধ্যমে প্রকাশ করা হয় সেটি ২০১৯ সালের প্রথম দিকের। ওই ছবির সঙ্গে বাস্তবের কোও সাজুয্য নেই বলে স্পষ্ট জানায় পিআইবি (PIB)।
দেখুন বিমান ভেঙে পড়া নিয়ে কী জানাল পিআইবি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)