India-Pak Longest Border- Seema Haider: ভারত পাকিস্তানের সবচেয়ে লম্বা সীমানা 'সীমা হায়দার'! দেখুন, পরীক্ষার খাতায় আজব উত্তর
ওই ছাত্র উত্তরপত্রে লিখেছেন, ভারত-পাকিস্তানের সীমান্ত 'সীমা হায়দার' এবং দৈর্ঘ্য ৫ ফুট ৬ ইঞ্চি
প্রেমিক সচিনের জন্য পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার (Seema Haider) আবারও শিরোনামে। তবে এবার কারণটা দু'জনের প্রেমকাহিনি নয়, বরং দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতা। সম্প্রতি পরীক্ষার খাতায় এক ছাত্রের কৌতুহলী উত্তর ভাইরাল হয়েছে। রাজস্থানের ধলপুর (Dholpur) জেলার একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে ভারত-পাকিস্তান সীমান্ত এবং তার দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন করা হয়। একজন ছাত্র সেই প্রশ্নের উত্তর লিখেছিল, যা দেখে শিক্ষকের চোখ কপালে উঠে যায়। ওই ছাত্র উত্তরপত্রে লিখেছেন, ভারত-পাকিস্তানের সীমান্ত 'সীমা হায়দার' এবং দৈর্ঘ্য ৫ ফুট ৬ ইঞ্চি। এখন প্রায় সব সোশ্যাল মিডিয়াতেই ট্রেন্ড করছে উত্তরপত্র। এটি ধলপুর জেলার বাসেরির বাগথার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বলে দাবি করা হচ্ছে। এর আগে ভারতীয় স্বামীর সঙ্গে প্রথম 'করওয়া চৌথ' পালন, স্বাধীনতা দিবসের আগে ভারতের পতাকা উত্তোলন করে খবরের শিরোনাম আসেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা সীমা। PM Modi Statue Kissed: প্রধানমন্ত্রী মোদীর মূর্তিতে চুম্বন কাশ্মিরী নাগরিকের, দেখুন
দেখুন পোস্ট