India As Locomotive Manufacturing Hub: আন্তর্জাতিক বাজারে লোকোমোটিভ মানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত পা রাখল বিহারের মারওয়ারা প্ল্যান্ট

বিহারের মারওয়ারা প্ল্যান্ট থেকে আফ্রিকায় লোকোমোটিভ রপ্তাণি হবে।রেল মন্ত্রক জানিয়েছে ওয়েবটেক লোকোমোটিভ প্লান্ট ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই প্রথম বিশ্ব বাজারে ক্রেতার জন্য লোকোমোটিভ তৈরি করবে।এই কারখানা থেকেই ভোলিউশন সিরিজের ES434ACmi লোকোমোটিভ বিশ্ব বাজারে যোগান দেওয়া হবে।

Bihar’s Marhowra Plant Photo Credit: X@withLoveBihar

এবার আন্তর্জাতিক বাজারে লোকোমোটিভ মানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত পা রাখতে চলেছে। বিহারের মারওয়ারা প্ল্যান্ট থেকে আফ্রিকায় লোকোমোটিভ রপ্তাণি হবে।রেল মন্ত্রক জানিয়েছে ওয়েবটেক লোকোমোটিভ প্লান্ট ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই প্রথম বিশ্ব বাজারে ক্রেতার জন্য লোকোমোটিভ তৈরি করবে।এই কারখানা থেকেই ভোলিউশন সিরিজের লোকোমোটিভ বিশ্ব বাজারে যোগান দেওয়া হবে। এই ধরনের ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী ও অত্যন্ত উষ্ণ পরিবেশেও ভালো কাজ করে। এই ধরনের প্রকল্প কৌশলগত গুরুত্বের পাশাপাশি ভারতের মেক ইন ইন্ডিয়া ওপ্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে আরো শক্তিশালী করবে।

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)