India-Canada Row: অন্যের কাছ থেকে বাক স্বাধীনতা নিয়ে শিক্ষার প্রয়োজন নেই ভারতের, কড়া জয়শঙ্কর

Jaishankar (Photo Credit: Twitter)

খালিস্তানি জঙ্গি খুন ইস্যুতে এবার আন্তর্জাতিকস্তরে প্রকাশ্যে সুর চড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং সহিংসতার প্রতি কানাডার অনুমতি একটি সমস্যা। ভারত একটি গণতন্ত্রভিত্তিক দেশ। তাই বাক স্বাধীনতা কী, সে বিষয়ে অন্য কারও কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন ভারতের নেই বলে স্পষ্ট জানান জয়শঙ্কর। সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসের উপর খালিস্তানিদের হামলার প্রসঙ্গে একহাত নিয়ে কড়া সমালোচনা করেন বিদেশমন্ত্রী।