Independence Day 2024: অনন্তনাগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি (দেখুন প্রস্তুতির ভিডিও)

এই দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়। জম্মু ও কাশ্মীর উপত্যকায় সেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল ৭ দিন আগে থেকেই।

দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করেছিল ভারত। ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না। একই সঙ্গে স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। এই দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে  স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়।

জম্মু ও কাশ্মীর উপত্যকায় সেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল ৭ দিন আগে থেকেই। অনন্তনাগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিলেন সেই প্রস্তুতি পর্বে। দেখুন সেই ভিডিও-