Jharkhand: একটানা বৃষ্টিতে ধসে গেল একাধিক রাস্তা, ঘরছাড়া পরিবার, বিপর্যস্ত ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গের পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও টানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। মূলত নিম্নচাপের কারণেই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও (Jharkhand) টানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। মূলত নিম্নচাপের কারণেই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে। এথনও তা থামার লক্ষণ নেই। এদিকে এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়খণ্ড। ধসে পড়েছে রাঁচির মান্দার এলাকার রাস্তা। জানা যাচ্ছে রাস্তার মাঝের অংশ ভেঙে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে। এছাড়া রাজ্যের একাধিক এলাকায় উপড়ে পড়েছে বড় বড় গাছপালা, ভেঙে জলে ভেসে গিয়েছে ঘরবাড়ি। যদিও হতাহতের এখনও কোনও খবর না এলেও বন্যার জলে ভেসে গিয়েছে অনেকে। এমনটাই দাবি এনডিআরএফের সদস্যদের। ইতিমধ্যেই তাঁরা উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের একাধিক স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)