TTE Pushed to Death: চলন্ত ট্রেন থেকে যাত্রীর ধাক্কায় টিকিট পরীক্ষকের মৃত্যু, জানুন কোথায়
এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনে এক টিকিট পরীক্ষক (টিটিই)-কে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল এক যাত্রী। এই কারণে মাথায় ভয়াবহ চোট পেয়ে মৃত্যু হল এক বিনোদ নামের এক টিটিই-র।
ভয়ঙ্কর ঘটনা। এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনে এক টিকিট পরীক্ষক (টিটিই)-কে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল এক যাত্রী। এই কারণে মাথায় ভয়াবহ চোট পেয়ে মৃত্যু হল এক বিনোদ নামের এক টিটিই-র। ঘটনাটি ঘটে কেরলের থ্রিসুরের ভেলাপ্পায়ায়। টিকিট না কেটে ওঠায় যাত্রীকে জরিমানা করতে যান টিটিই। এরপর ট্রেনটি মুলানগুন্নাথুভাকু এবং ওয়াদাকানচেরি রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় টিটি-কে ট্রেনের দরজা দিয়ে বাইরে ঠেলে দেয় সেই যাত্রী।
পটনাগামী সুপারফাস্ট ট্রেনটি তখন সবেগে ছুটে চলেছে। কেরল রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা ৭টা-র সময় হওয়া এই দুর্ঘটনায় টিটিই মারা গিয়েছেন। এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনের এস ১১ নম্বর কোচে ঘটে এই দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)