Rajasthan: রেল লাইনে ৭০ কেজির সিমেন্টের ব্লক, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রীবাহী ট্রেন

আজমীরে ফুলেরা-আহমেদাবাদ রুটে ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচল অসংখ্য যাত্রীরা। চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড়় দুর্ঘটনা।

আজমীরের (Ajmer) ফুলেরা-আহমেদাবাদ রুটে ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচল অসংখ্য যাত্রীরা। জানা যাচ্ছে, সোমবার রাতে সারধনা এবং বাঙ্গার গ্রাম স্টেশনের মাঝে রেললাইনে ৭০ কেজির একটি সিমেন্টের ব্লক রেখেছিল একদল মানুষ। তাঁদের মূল উদ্দেশ্য ছিল ট্রেনকে লাইনচ্যুত করার। সেই সময় ওই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেনও যাচ্ছিল। কিন্তু চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড়় দুর্ঘটনা। সূত্রের খবর, রেললাইনে বড় পাথরের চাঁই দেখতে পেয়েও চালক ট্রেন থামাননি, বরং ধীরগতিতে নিয়ে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই সিমেন্টের অংশকে ভেঙে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে ডিএফসিসি ও আরপিএফের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি বলে খবর।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now