IMD Forecasts: কুয়াশার দাপট অব্যাহত, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন
শীতের আমেজ প্রায় বিদায় নিয়েছে। মাঝে মাঝেই ফ্যান চালাতে হচ্ছে। অবশ্য ভোরের দিকে কুয়াশা থাকছে। এদিকে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। উত্তরেও হতে পারে তুষারপাত।আজ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ এবং সিকিমের বিচ্ছিন্ন অংশে ঘন কুয়াশা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের অন্য জেলাতে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকবে। মৌসম ভবন বলছে আজ সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তারপর আর আগামী ৩ দিন গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আজ উত্তরবঙ্গের দার্জিলিঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি সব জেলাতেই কুয়াশা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই অন্যত্র। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তারপর আর আগামী ৩ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। এরপর ২৩ তারিখ পর্যন্ত উত্তরের দুই পাহাড়ি জেলাতেই হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)