Ambala Flood: আম্বালার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করছে বায়ুসেনার হেলিকপ্টার, দেখুন ভিডিয়ো

প্রবল বৃষ্টির জেরে হরিয়ানার বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে। বৃহস্পতিবার দেখা গেল, আম্বালার নিহর্সা ও আলাউদ্দিন মাজরা অঞ্চলের গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী বিলি করা হল ভারতীয় বায়ুসেনার দুটি মিডিয়াম লেফট হেলিকপ্টারের সাহায্যে।

Photo Credits: ANI

প্রবল বৃষ্টির (Heavy Rain) জেরে হরিয়ানার বিভিন্ন জায়গায় বন্যা (flood) হয়ে গেছে। বৃহস্পতিবার দেখা গেল, আম্বালার (Ambala) নিহর্সা (Niharsa) ও আলাউদ্দিন মাজরা (Allaudin Majra) অঞ্চলের গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী (relief material) বিলি করা হল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) দুটি মিডিয়াম লেফট হেলিকপ্টারের (Medium Lift Helicopters) সাহায্যে।

ওই হেলিকপ্টার দুটির সাহায্যে জলের বোতল (water bottles), রেশন (ration) ও ত্রিপল (tarpaulin sheets)-সহ মোট ২ হাজার কিলো ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে বন্যাদুর্গত মানুষদের মধ্যে। আরও পড়ুন: NIA Raids In J&K: জঙ্গিদের খোঁজে বুধবারের পর বৃহস্পতিবারও জম্মু ও কাশ্মীরের পাঁচ জায়গায় তল্লাশি এনআইএ-র

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now