Aadhar Enabled Payment System: অনলাইনে প্রতারণার অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার ৬, দেখুন ভিডিয়ো

অনলাইনে প্রতারণা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়েছিল। এর জেরে একটি প্রতারণা চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক সিম কার্ড-সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: Twitter@ians_india)

অনলাইনে প্রতারণা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়েছিল। এর জেরে একটি প্রতারণা চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার (arrest) করল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ (Hyderabad Cyber Crime Police)। ধৃতদের কাছ থেকে একাধিক সিম কার্ড-সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

এপ্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার গজারাও ভূপেল বলেন, আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের (Aadhar Enabled Payment System) মাধ্যমে পিন নম্বর ও মোবাইল ডিভাইস ছাড়াই ছোট লেনদেন করা যায়। তারই সুবিধা নিয়ে একটি চক্র একাধিক ভুয়ো লেনদেন (fraudulent transactions) করত। ১০ লক্ষ টাকা প্রতারণা করেছিল। অভিযুক্তদের গ্রেফতার করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। আরও পড়ুন:

দেখুন ভিডিয়ো: